রয়্যাল এনফিল্ডের দাম ২০২৪

রয়্যাল এনফিল্ডের দাম ২০২৪ এই পোস্টে রয়েল এনফিল্ড মোটরসাইকেলের দাম এবং রিভিউ দিব। আপনারা যারা রয়াল এনফিল্ড নিতে ইচ্ছুক। তাদের জন্য আসলেই নেওয়া উচিত কিনা তা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। 
রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল গুলো অল্প সময়ে বাংলাদেশের বাজারে বিশাল একটি জায়গা দখল করে ফেলেছে। কম দামে ৩৫০ সিসি মোটরসাইকেল পাওয়াটা অবিশ্বাস একটি বিষয় বাঙালির কাছে। সম্পূর্ণ পোস্টটি পড়বেন আশা করি আপনারা উপকৃত হবেন।

নিচে যে অংশ থেকে পড়তে চানঃ

রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল কবে লঞ্চ হয়েছে 

রয়েল এনফিল্ড মোটরসাইকেল ২০২৪ সালের অক্টোবর মাসের ২১ তারিখে বাংলাদেশে লঞ্চ হয়েছে। যা রয়্যাল এনফিল্ডের facebook পেজের মাধ্যমে জানা গেছে। বর্তমানে বাংলাদেশে চারটি ভ্যারিয়েন্ট এর রয়েল এনফিল্ড বাইক লঞ্চ হয়েছে। প্রত্যেকটি বাইকই ৩৫০ সিসির এবং দাম সম্পর্কে বিস্তারিত নিচে উল্লেখ করা আছে। 

রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল কেন এত জনপ্রিয় 

রয়েল এনফিল্ড মোটরসাইকেল বাংলাদেশে আসা মাত্রই খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এর কারণ এটি ৩৫০ সিসি। অন্যদিকে এই মোটরসাইকেলের ডিজাইন অন্যান্যদের তুলনায় একেবারে ব্যতিক্রম রয়্যাল এনফিল্ডের দাম ২০২৪ এ লিখে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবগুগল প্রতিটি সাইটে ব্যাপক সার্চ হচ্ছে। কেননা বাংলাদেশে এই প্রথম ১৫০ সিসির ওপরের মোটরসাইকেল লঞ্চ হয়েছে।
রয়েল এনফিল্ড বাংলাদেশে ঢোকা মাত্রই খুবই জনপ্রিয় মোটরসাইকেল এর মধ্যে একটি হয়ে গেছে। কারণ ১৫০ সিসির মত ৩৫০ সিসির মাইলেজ পাওয়াটা আসলেই অবিশ্বাস্য একটি বিষয়। আবার অন্যদিকে ১৫০ সিসির মোটরসাইকেল গুলোর তুলনায় রয়াল এনফিল্ড এর দাম অনেকটাই কম হওয়ায় এর চাহিদাটাও ব্যাপক বেড়ে গেছে বাংলাদেশের বাজারে। সকলে কিনার জন্য বেশ উৎসুক হয়ে আছেন।

রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল আপনাদের কেনা উচিত কিনা 

রয়্যাল এনফিল্ডের দাম ২০২৪ এ পোস্টটিতে শুধুই যে দাম বিষয়ক আলোচনা করা হয়েছে এমন নয়। আপনাদের সুবিধার্থে এক পোষ্টের মধ্যেই যাবতীয় তথ্য আমরা দিয়ে রেখেছি। যেন এ সাইট ও সাইট দৌড়াতে না হয়। রয়েল এনফিল্ড মোটরসাইকেল আপনাদের কেনা উচিত কিনা তা নিয়ে অনেকের মধ্যেই সংকোচ বোধ রয়েছে। তবে হ্যাঁ মোটরসাইকেল কেনার আগে সম্পূর্ণ তথ্য জেনে নেওয়া জরুরী। 

royal enfield একটি ভারী মোটরসাইকেল। তাই এর কন্ট্রোল সিস্টেম ও ব্রেকিং সিস্টেম‌ একটু ভিন্ন ধরনের। এছাড়াও এই রয়্যাল এনফিল্ড গাড়ির সিসি বেশি হওয়ায় এর গতিও অনেকটাই বেশি। যার জন্য উপযুক্ত রাস্তা এখনো বাংলাদেশে খুব একটা দেখা যায় না। এবং বাংলাদেশের রোড গুলোতে যেভাবে যানবাহন চলাচল করে তাতে সহজেই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। 

অন্যদিকে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল এর‌ পার্টস-পাতি সম্পূর্ণভাবে লঞ্চ করেনি। যার জন্য আপনার কোন দুর্ঘটনা ঘটলে পরবর্তীতে আপনি এর উপযুক্ত পার্টস পাতি নাও পেতে পারেন। আবার ভারত থেকে আনাতে গেলে খরচটাও বেশি পড়ে যাবে। তাই বিশেষ কিছু দিক বিবেচনা করে আপনাদের নেওয়া উচিত কিনা আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিবেন। কেননা টাকা আপনার বাইক আপনার তাই সচেতন হবার দায়িত্বটাও আপনার।

বাংলাদেশে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের দাম কত

Royal Enfield Hunter 350cc : রয়্যাল এনফিল্ডের মোটরসাইকেলগুলোর মধ্যে এ পর্যন্ত মোট চারটি ভেরিয়েন্টের মোটরসাইকেল বাংলাদেশের লঞ্চ হয়েছে। যার মধ্যে আমার পছন্দের বাইকটি হলো Royal Enfield Hunter 350cc।
কেননা এর মাইলেজ ৩৫ থেকে ৪০ কিলো প্রতি ঘন্টা। যা ১৫০ সিসি মোটরসাইকেলের মাইলেজের সমান। আবার অন্যদিকে এর ওজনটাও বেশ কম। এবং দেখতেও বেশ সুন্দর। 
Specifications Amount
Engine 350 cc
Power 20.20 BHP
Torque 27.00 NM
Mileage 35-40 kmpl
Brakes Dual Channel ABS
Tyre Type Tube Less
Colour Rebel Blue/Red/Black
Variant Indian
Top Speed 120 KMPH
Weight 181 KG
Seat Hight 790 MM
Price 3,40,000-3,65,000 BDT
Showroom Address
Royal Enfield Classic 350cc: রয়্যাল এনফিল্ডের দাম ২০২৪ পোষ্টের সবচেয়ে আকর্ষণীয় এবং দামি একটি মোটরসাইকেল হলো Royal Enfield Classic 350cc।
Specifications Amount
Engine 350 cc
Power 19.93 BHP
Torque 27.00 NM
Mileage 35-40 kmpl
Brakes Single/Dual Channel ABS
Tyre Type Tube Less
Colour Metal Grey/Stealth black/Chorome/Bronze/Halcon Green/Black
Variant Indian
Top Speed 120 KMPH
Weight 195 KG
Seat Hight 805 MM
Price 4,05,000-4,75,000 BDT
Showroom Address

Royal Enfield Bullet 350cc: রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০ সিসি বাইকটিও বেশ জনপ্রিয় বাংলাদেশের বাজারে। দাম তুলনামূলক কম রয়েছে। এবার চলুন আমরা দেখে আসি এই মোটরসাইকেলের স্পেসিফিকেশন গুলো।
Specifications Amount
Engine 350 cc
Power 20.20 BHP
Torque 27.00 NM
Mileage 35-40 kmpl
Brakes Dual Channel ABS
Tyre Type Tube Tyre
Colour Black
Variant Indian
Top Speed 120 KMPH
Weight 195 KG
Seat Hight 805 MM
Price 4,10,000 BDT
Shop Address
Royal Enfield Meteor 350cc: রয়েল এনফিল্ড মেটিওর ৩৫০ সি সি মোটরসাইকেলটিও অনেক জনপ্রিয়। এবং এই চারটি মোটরসাইকেলের মধ্যে সবচেয়ে দামি মোটরসাইকেল। এয়ার পার্টস পাতি এবং ইঞ্জিন ক্ষমতা সহ অন্যান্য কিছু একটু বেশি অ্যাডভান্স। যার ফলে এর দামও বেশি।
Specifications Amount
Engine 350 cc
Power 20.12 BHP
Torque 27.00 NM
Mileage 35-40 kmpl
Brakes Single/Dual Channel ABS
Tyre Type Tube Tyre
Colour Supernova, Stellar
Variant Indian
Top Speed 120 KMPH
Weight 191 KG
Seat Hight 765 MM
Price 4,35,000-5,00,000 BDT
Shop Address

রয়্যাল এনফিল্ড যেসব কারণে কেনা উচিত নয় 

যেসব কারণে royal enfield কেনা উচিত নয় তার মধ্যে প্রথম কারণ হলো এর ওজনটা অনেক বেশি। যদিও এটি স্পোর্টস বাইক নয় তবুও এর ওজন প্রায় ২০০ কাছাকাছি আবার কিছু গাড়ি রয়েছে যার ওজন ২০০ অধিক। আবার রয়্যাল এনফিল্ড গাড়ির সিসি বেশি হওয়ায় এতে গতি ও বেশি হবে ফলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। কেননা আমি আগেই বলেছি বাংলাদেশে এর জন্য উপযুক্ত রাস্তা নেই। 

যেহেতু রয়েল এনফিল্ড গাড়িটির টর্ক অনেক বেশি ফলে এর মবিল এর চাহিদাটাও বেশি। সাধারণ মোটরসাইকেলের তুলনায় প্রায় চার থেকে পাঁচ গুণ অধিক টাকা খরচ হয় এর মবিলের পিছে। আবার মাইলেজ টাও কম। রয়্যাল এনফিল্ডের দাম ২০২৪ সালে এসে যারা মোটরসাইকেল নিতে চান তাদের অবশ্যই রয়েল এনফিল্ড এর সমস্যা সম্পর্কে সচেতন হতে হবে। 

রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের যেসব সমস্যা রয়েছে 

রয়াল এনফিল্ড মোটরসাইকেলের কিছু মাইনর সমস্যা রয়েছে। যেমন সাধারণ গাড়িতে ৫০০ থেকে ১০০০ টাকার মবিল ভরে তিন থেকে চার মাস অনায়াসে গাড়ি চালানো যায়। কিন্তু রয়্যাল এনফিল্ডের ক্ষেত্রে সর্বনিম্ন ৩০০০ টাকায় মবিল ফিল করতে হয়। কেননা এর মবিল ট্যাংক অনেক বড়। আবার এর মাইলেজ সাধারণ গাড়ির চেয়ে অনেকটাই কম। ফলে তেল খরচ বেশি।  
রয়্যাল এনফিল্ডের মোটরসাইকেল গুলো নতুন আসায় এর পার্টস পাতি ঠিকভাবে পাওয়া যাবে না। ফলে এর মেনটেনেন্স খরচ অনেকটাই বেশি। আবার এর পার্টস পাতি একেবারেই ভিন্ন তাই সস্তা পার্টস পার্টি এখানে ব্যবহার করা যাবে না। আবার চাকার রিমে লোহার পরিবর্তে সাইকেলের স্পোকের মত মোটা মোটা স্পোক ব্যবহার করেছে। ফলে অধিক ওজন দেওয়ায় রিম ক্ষতিগ্রস্ত হতে পারে।

লেখকের শেষ কথা 

রয়্যাল এনফিল্ডের দাম ২০২৪ আশা করি আজকের পোস্টটি আপনাদের জন্য অনেক উপকৃত হয়েছে। আপনারা যারা প্রতিনিয়ত আমাদের পোস্ট পড়েন। তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা যারা পড়াশোনার পাশাপাশি লেখালেখি করে ইনকাম করতে চান তাদের জন্য রয়েছে আমাদের কাছে সুবর্ণ সুযোগ। মাত্র দুই সপ্তাহের একটি কোর্স করে আপনারা আমাদের কাছে আর্টিকেল লিখে মাস শেষে ৩ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন।

দেখা হবে আবার অন্য কোন পোস্টে। আর আপনাদের যে যা বিষয়ে জানতে চান। তারা আমাদের কমেন্ট বক্সে অথবা যোগাযোগ পেজে গিয়ে আমাদের এডমিনের সাথে যোগাযোগ করতে পারেন। নিচের যোগাযোগের বাটন রয়েছে আপনারা চাইলে সেখানে গিয়ে আমাদের এডমিনকে সরাসরি নক করতে পারেন। এ পোস্টে কোন ভুল থাকলে বা কোন কিছু জানার থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

স্ক্রোলিং ষ্টেশন ২৪-এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url