দ্রুত ইংলিশ শেখার সহজ ১০ টি টিপস

দ্রুত ইংরেজি শেখা যথেষ্ট সহজ এবং মজার কারণ ইংরেজি শেখার জন্য অনলাইনে রিসোর্চ পাবেন প্রচুর। শুধুমাত্র ইচ্ছা শক্তি থাকলে পাঁচ থেকে ছয় মাসের মধ্যে খুব ভালো ইংরেজি বলতে এবং লিখতে পারবেন আপনি। 
দ্রুত ইংরেজি শেখার সহজ ১০ টি টিপস আপনাদের সাথে শেয়ার করব। যারা ইংরেজিতে একটু দুর্বল আশা করি তাদের জন্য খুব উপকৃত হবে আমাদের আজকের এই ব্লগটি। সকলে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।

নিচের যে অংশ থেকে পড়তে চানঃ

হাতের কাছে ইংরেজি যা পাবেন পড়ে ফেলুন 

দ্রুত ইংরেজি শিখতে আপনি হাতের কাছে ইংলিশে যা পাবেন সেটা সাহিত্য, নিউজ পেপার, ব্লগ কিংবা সোশ্যাল মিডিয়ার আর্টিকেল যাই হোক না কেন তা পড়ে ফেলুন। স্পেলিং অর্থাৎ উচ্চারণ যা সঠিক করতে সহযোগিতা করবে এই যে কোন কিছু পড়ে ফেলা। কারণ নিজের জ্ঞানকে বৃদ্ধি করতে অবশ্যই বেশি বেশি পড়া উচিত।

আপনি ইংলিশ শব্দগুলো শিখতে এবং একই সাথে আপনার মনের সেই ওয়ার্ডগুলো কন্টেক্সও আয়ত্ত করতে হবে তাই হাতের কাছে যা পাবেন পড়ে ফেলুন। আপনি যত বেশি পড়বেন ততই আপনার রিডিং স্কিল বৃদ্ধি পাবে। হোক সেটা অপছন্দনীয় একটি বই অথবা নিউজ পেপার।

যত বেশি পড়বেন তত বেশি আপনার ইংলিশ ভীতি দূর করতে পারবেন।স্পিকিং এর সময় আপনার জড়তা কেটে যাবে। আপনি পড়া শব্দগুলো শুনতে অভ্যস্ত হবেন। সুতরাং এভাবে দিনের প্রতিটি কাজে আপনার সামনে যে লেখা চলে আসবে তা পড়তে থাকুন, দেখবেন ধীরে ধীরে না ইংলিশ ভীতি কেটে যাবে।

দ্রুত ইংরেজি শিখতে ভোকাবুলারি সম্পর্কে জানুন 

দ্রুত ইংরেজি শেখার সহজ ১০ টি টিপস-এর অন্যতম একটি টিপস হল ভোকাবুলারি। কেননা এই ভোকাবুলারি আপনাকে ইংরেজি শেখার প্রায় ৫০% পথ সহজ করে দিবে। যদি আপনি ভোকাবুলারি সম্পূর্ণভাবে আয়ত্ত করতে পারেন। আপনারা যারা দ্রুত ইংরেজি শিখতে চান তাদের জন্য বলব সর্বপ্রথম ভোকাবুলারিটা ভালোভাবে আয়ত্ত করুন।

আপনি প্রতিদিন নতুন কয়েকটি ওয়ার্ড মুখস্ত করার চেষ্টা করুন। এটলিস্ট একটি শব্দ হলেও শিখে নিন। অবশ্যই সেই শব্দগুলো ভুলে যাওয়াও অসম্ভব কিছু নয়। আর সেই জন্য যে নতুন ওয়াড শিখছেন তা নোট করে রাখুন তাহলে পরবর্তীতে তা আবার রিভাইস করতে পারবেন। অবশ্য ওয়ার্ড নোট করার সাথে সাথে তার একটি-দুটি এক্সাম্পল বা উদাহরণ লিখে রাখতে পারেন।
আবার আপনি যখন ফ্রি টাইম পাবেন বা জার্নিতে থাকবেন আপনি নোট থেকে পূর্বে শেখা ওয়ার্ড গুলো প্র্যাকটিস করতে পারবেন। এভাবে অভ্যাস করলে আপনি ছয় মাস পরে অনেক নতুন শব্দ শিখে ফেলবেন যা আপনার ইংলিশ শেখার জার্নিকে সুন্দর করবে। সব মিলিয়ে এই ভোকাবুলারি নোট করার পদ্ধতি আপনার অনেক সময় সেভ করে নতুন শব্দ শিখতে সাহায্য করবে।

দ্রুত ইংরেজি শিখতে ইংরেজিতে কনভারসেশন করুন 

দ্রুত ইংরেজি শিখতে কনভারসেশন করুন। কারণ আমাদের প্রত্যেকেরই ইংলিশ ভীতি আছে। অর্থাৎ ইংরেজিতে কথা বলতে লজ্জাবোধ হয় বা এক ধরনের ভয় কাজ করে। এই ইংরেজি ভীতি কাটাতে অবশ্যই আপনাকে ইংরেজিতে কথোপকথনের চেষ্টা করতে হবে ইংরেজিতে যত কথোপকথন করবেন আপনার ইংরেজির দক্ষতাটা বাড়বে। 

আপনার প্রতিবেশী,বন্ধু বা পরিবারের যে কারো সাথেই ইংরেজিতে কথোপকথনের চেষ্টা করুন। এখন আপনার প্রশ্ন আসতে পারে কি নিয়ে কথা বলব। প্রতিটি মানুষেরই কিছু না কিছু পছন্দের বিষয় থাকে বা কোন বিষয়ে সে সর্বক্ষণ জানতে ভালোবাসে যেমন:-ট্রাভেলিং, টেকনোলজি, গার্ডেনিং এমনকি রান্না-বান্না। আবার অন্য কিছু হতে পারে। এগুলোর যে কোন একটি বিষয় নিয়ে আমরা তাদের সাথে কনভার্সেশন অর্থাৎ কথোপকথন করতে পারি। 

আপনার প্রতিবেশী,বন্ধু অথবা পরিবারের কোন সদস্যকে আপনার স্পিকিং পার্টনার বানান। যেন সে সর্বদায় আপনার সাথে ইংলিশে কনভারসেশন করে। আপনার পছন্দনীয় কোন টপিক তার সাথে আপনি শেয়ার করুন। ইন্টারনেটের যুগে অবশ্যই ভয়েস কলে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার-এগুলোর মাধ্যমেও কথা বলতে পারেন। নির্দিষ্ট টাইম সেট করে প্রতিদিন এক সময় আধা ঘন্টা বা তার বেশি সময় দিন। দেখবেন আপনার ইংলিশ শেখা অনেক সহজ হয়ে গেছে।

দ্রুত ইংরেজি শিখতে পডকাস্ট বা ইউটিউব দেখুন 

দ্রুত ইংরেজি শিখতে পডকাস্ট বা ইউটিউব দেখা এক অন্যতম টিপস। আমরা দিনের বেশিরভাগ সময় ফোনেই ব্যয় করি। Facebook, instagram, tiktok অথবা ইউটিউব-এ অনেক সময় ব্যয় করি। এ সময় গুলো আমরা যদি সে সব সোশ্যাল মিডিয়ায় কোন বিদেশী ইউটিউবার বা কনটেন্ট ক্রিকেটারদের পডকাস্ট দেখি তাহলে ইংরেজি বিষয়ে ভালো একটা জ্ঞান হবে। 

ইংরেজি শিখতে পডকাস্ট বা ইউটিউবে ভিডিও দেখে কথা বোঝা এবং বলার ধরন দুইটাই উন্নত করা যায়। কেননা আমরা যেভাবে আমাদের নিয়মে পড়ি বা উচ্চারণ করি সেটা বিভিন্ন দেশের বিভিন্নভাবে উচ্চারণ করে। তাই বিদেশের কনটেন্ট ক্রিয়েটরদের ভিডিও দেখে তারা কিভাবে উচ্চারণ করছেন সেটা উপলব্ধি করা যায়।
ইংরেজি হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অথবা আন্তর্জাতিক ভাষা। প্রত্যেকটা দেশের প্রত্যেকটা নাগরিককে ইংরেজি জানা বাধ্যতামূলক। তাই ইংরেজি জানতে বা ভালোভাবে আয়ত্ত করতে পডকাস্ট বা ইউটিউব দেখা খুবই উপকারী হবে। বিশেষ করে যারা ইংরেজির কোর্স করার মত টাকা সংগ্রহ করতে পারেননি তাদের জন্য ফ্রিতে এই টিপসগুলো আসলেই অনেক কাজে দিবে।

পছন্দের বিষয়ে নিজে নিজে কথা বলুন 

আপনি প্রতিদিন আপনার পছন্দের বিষয়ে পডকাস্ট শুনছেন আবার ইউটিউব ভিডিও দেখছেন। আপনি চাইলে সে সব বিষয় নিজে নিজে কথা বলে আয়ত্ত করতে পারেন। এক্ষেত্রে আপনি কিভাবে একটি বিষয় এক্সপ্লেইন করতে হয়, সেন্টেন্স মেকিং করতে হয় এবং নতুন কারো সাথে সে বিষয়ে কিভাবে স্পিকিং বা কথা বলতে হয় তা জানতে পারবেন।

পছন্দের বিষয়টাকে কিভাবে বাংলা থেকে ইংলিশ এ ট্রান্সলেট করতে হয় বা সেন্টেন্স মেকিং করতে হয়, সে বিষয়ে একটি ভালো ধারণা পেয়ে যাবেন। এভাবে যদি আপনি প্রতিনিয়ত নিজের সাথে নিজে কথা বলেন তাহলে আপনার ইংরেজিতে চিন্তা করার দক্ষতা বৃদ্ধি পাবে। আপনার ইংলিশ দুর্বলতা অনেক অংশে কমে যাবে আপনার নতুন সব বিষয়ে কথা বলা বা ব্যাখ্যা ব্যাখ্যা করার আত্মবিশ্বাস তৈরি হবে। 

সুতরাং বলা যায়, দ্রুত ইংরেজি শিখার সহজ একটি পদ্ধতি হলো নিজে নিজে কথা বলা। এতে নিজের ভুল নিজেই ধরে শুধরানো সম্ভব। কারণ আপনার ভুল আপনার চেয়ে ভালো কেউ শুধরাতে পারবে না। তাই নিজে নিজে বেশি কথা বলুন নিজের চিন্তা-চেতনাকে প্রসার করুন। আপনি খুব দ্রুতই ইংরেজি শিখে যাবেন।

দ্রুত ইংরেজি শিখতে গ্রামার আয়ত্ত করুন 

দ্রুত ইংরেজি শিখতে পূর্বের পয়েন্ট গুলো  রিপিট করতে থাকুন। দুই থেকে তিন মাস এভাবে চেষ্টা করুন বিশ্বাস করুন অনেকটাই উন্নতি হবে। এবার সেই সাথে আপনাকে গ্রামারে গুরুত্ব দিতে হবে। বিশেষ করে টেন্স ভালোভাবে আয়ত্ত করুন এবং টেন্স এর সাথে রিলেটেড গ্রামার যেমন ভার্ব পারসন ইত্যাদি শিখে নিন।


দ্রুত ইংরেজি শিখতে আপনি ভালো গ্রামার বই পাবেন। অনলাইনে বেশ সমৃদ্ধ করছো পাবেন যেমন ঘুড়ি লার্নিং এর গ্রামার কোর্স। গ্রামার আপনাকে সেন্টেন্স মেকিং এ সহযোগিতা করবে। সুতরাং আপনার প্রফেশনাল ইমেইল পাঠানো বিজনেস ডিল ইত্যাদিতে সাহায্য করবে তাছাড়া আপনি উচ্চ শিক্ষার জন্য ভালো কান্ট্রিতে যেতে পারবেন। লেখালেখি সম্পর্কিত কিছু অনলাইন চাকরিও রয়েছে। 

অনলাইনে চাকরি ক্ষেত্রে ইংরেজি গ্রামার আয়ত্ত করা আবশ্যক। কারণ এতে বেশিরভাগ বিদেশি লোকজনদের সাথে কনভার্সেশনে জড়াতে হয়। আবার একটি সুন্দর বা উপযুক্ত ব্লগ পোষ্টের ক্ষেত্রেও ইংলিশ গ্রামার জানাবে বেশ জরুরী। দ্রুত ইংরেজি শেখা বললেই যে সাত দিন বা ১০ থেকে ১৫ দিনে কমপ্লিট হবে এমন না এতে মিনিমাম তিন থেকে সাড়ে ছয় মাস সময় লাগবে।

 প্রশ্ন করা ও উত্তর দেওয়া শিখুন 

দ্রুত ইংরেজি শিখতে সবচেয়ে উপকারী কাজ হল বিভিন্ন প্রশ্ন উদ্ভাবন করা এবং তার উত্তর করা। গ্রামাটিকাল, ভোকাবুলারি অথবা যে কোন টপিক রিলেটেড কোন প্রশ্ন যা আপনাকে ইংরেজি শেখায় একধাপ এগিয়ে রাখবে। আমরা প্রতিদিনই কোন না কোন নতুন পরিবেশ থেকে বেশ কিছু জিনিস নিয়ে কৌতুহল হয়ে পড়ি। তাই এসব নিয়ে নিজেকে ঘাটাঘাটি করার প্রয়োজন। 

যত প্রশ্নের উত্তর দেওয়া হবে ততই ইংরেজি শব্দের স্পেলিং অর্থাৎ বানান এবং সেন্টেন্স তৈরি করতে পারদর্শী হবেন। তাই নিজেকে সর্বদাই নিজে নিজে প্রশ্ন করুন এবং তার উত্তর নিজে নিজেই করার চেষ্টা করুন। আপনি লক্ষ্য করবেন খুব অল্প দিনের মধ্যেই আপনার ইংরেজির বেসিকটা কতটা পাকাপোক্ত হয়।

কনভারসেশন এর দক্ষতা অর্জনের ক্ষেত্রে নিজে নিজে প্রশ্ন করা এবং উত্তর দেওয়া শিখাটা আবশ্যক। কেননা আপনি প্রতিদিনের আশেপাশে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে যখন নিজেকে প্রশ্ন করবেন, তখন আপনি অনেক কিছুর উত্তর নিজেই দিতে পারবেন এবং এই প্রশ্ন করা-উত্তর করা খেলার মাঝখানে দেখবেন, যে কারো সাথে কোন বিষয় নিয়ে কনভারসেশনে কতটা স্কিল্ড হন।

সেন্টেন্স স্ট্রাকচার নজর দিন 

ইংরেজি শেখার ক্ষেত্রে হোক বা যেকোনো ভাষার ক্ষেত্রেই হোক দক্ষ হতে হলে সেনটেন্স স্ট্রাকচার ভালোভাবে আয়ত্ত করতে হবে। আপনার সেন্টেন্স স্ট্রাকচার যদি ঠিক থাকে তাহলে আপনার এক্সপ্রেস করার ক্ষমতা ঠিক থাকবে। আর তাই সেন্টেন্স স্ট্রাকচারে একটি বিশাল প্রভাব রয়েছে এই ভাষা শেখার ক্ষেত্রে। 

সেন্টেন্স স্ট্রাকচারের ক্ষেত্রে গ্রামাটিকাল ফল্ট, ভোকাবুলারি ফল্ট, সাবজেক্ট,অবজেক্ট এবং পারসন অবশ্যই লক্ষ্য করতে হবে। কেননা লিখার ক্ষেত্রে আপনার মনের ভাব প্রকাশের জন্য সেন্টেন্স খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বলার ক্ষেত্রে আপনার সেন্টেন্সে খুব একটা ফল্ট বা ভুল কেউ তুলে ধরে না কিন্তু লেখার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ।

দ্রুত ইংলিশ শেখার জন্য একটা গোল সেট করুন 

দ্রুত ইংরেজি শিখতে পূর্ণাঙ্গ একটা গোল থাকা দরকার। কোন কিছু অর্জন করতে হলে অবশ্যই নিজেকে একটা নিয়মের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যেতে হয়। যারা এই কঠিন অধ্যবসায় ও জানার ইচ্ছা কে প্রসার করতে চায়। তারা অবশ্যই নিজেকে গুছিয়ে সেটি অর্জনের চেষ্টা করেন। তাছাড়া কখনোই নিজের গোলে পৌঁছানো সম্ভব নয়। 
ইংলিশ শেখার জন্য প্রতিদিন একটি রুটিন করতে হবে। যেমন সকালে এক ঘন্টা ভোকাবুলা, দুপুরবেলা খাবার শেষে ও বিশ্রাম এর আগে একটু গ্রামার গুলো আয়ত্ত করার চেষ্টা, আবার ঠিক রাতে শোবার আগে ইউটিউবে ইংরেজি ভিডিও দেখা অথবা কোন ইংরেজি খবর বা পত্রিকা পড়া। ঠিক এভাবে নিজে একটা রুটিন করে নিলেন যা আপনাকে সেই লক্ষ্যে দ্রুত পৌঁছে দিবে।

লোকো লজ্জা ভুলে যান 

দ্রুত ইংরেজি শিখতে হলে অবশ্যই লোকা লজ্জা ভুলে যাবেন। কে কি বলল? অথবা কে আমার কথা নিয়ে ঠাট্টা করল? বা আমি ইংলিশে কথা বলছি? নিজেকে লজ্জা লাগছে এমন সিচুয়েশনে অনেকেই পড়েন। তাদের উদ্দেশ্যে বলছি চর্চা না করলে কোন সমস্যাই দূর হবে না। তাই লোকের কথায় কান দিবেন না।

আমরা রাস্তাঘাটে ইংরেজিতে কথোপকথন করতে গেলে অনেক মানুষ সেটা নিয়ে ঠাট্টা করে। যা আমাদের নিজের কাছেই লজ্জার কারণ হয়ে দাঁড়ায়। এই লজ্জা একসময় ভয়ে পরিণত হয়, যা আপনার জানার ইচ্ছা কে আর অগ্রসর হতে দেয় না। তাই নিজের জানার ইচ্ছাকে প্রসার করতে চাইলে অবশ্যই নিজেকে নির্ভীক করে গড়ে তুলুন। লজ্জা ভুলে যান অবশ্যই অর্জন করতে পারবেন।

ইংলিশ কেন শিখব 

এতক্ষণ আমরা দেখলাম দ্রুত ইংরেজি শেখার সহজ কয়েকটি টিপস। যা আপনাকে ইংরেজি শিখতে অনেক সহযোগিতা করবে। আপনার সময় বাঁচাবে এবং পারদর্শিতা করে তুলবে। কিন্তু এখন কথা হচ্ছে ইংরেজি কেন শিখব? বা ইংরেজি শিখে আমি করবোই বা কি? 
আপনারা হয়তো জানেন ইংরেজি হল আন্তর্জাতিক ভাষা। প্রত্যেকটা দেশের নাগরিককে অবশ্যই অবশ্যই ইংরেজি জানতে হবে। ইংরেজি শিখতে পারলে আপনার ভবিষ্যতে অনেক উপকার হবে। চাকরি ক্ষেত্রে, দেশের বাইরে ব্যবসার ক্ষেত্রে, কোন দেশে বেড়াতে গেলে, অথবা উচ্চ শিক্ষার জন্য দেশের বাইরে গেলে। 

আর আপনারা হয়তো জানেন ইংরেজিতে ব্লগ লেখালেখি করে, আমাদের বাংলাদেশী ভাইয়েরা ও বোনেরা বেশ মোটা অংকের রেমিটেন্স আমাদের দেশে নিয়ে আসছেন। এবং সেটা ঘরে বসেই সম্ভব। কিন্তু কিছু মেন্ডেটরি স্কিলস রয়েছে যা আপনাকে শিখতে হবে। তারা বিদেশি ক্লায়েন্টস দের সাথে কনভার্সেশন করে তাদের থেকে কাজ নিচ্ছেন ইংরেজিতে লেখালেখি অথবা ফ্রিল্যান্সিং সেক্টরের অন্যান্য কাজ। 

শুধু চাকরি ক্ষেত্রেই নয়, আপনি বাইরে ব্যবসা করতে গেলেও ইংরেজি শিখা বাধ্যতামূলক। এখন প্রত্যেকটা স্কুল-কলেজেই বাংলার চেয়ে বেশি ইংরেজিকে প্রাধান্য দেওয়া হয়। কারণ আজকের তরুণরা কালকের ভবিষ্যৎ তারা যেন দেশকে উন্নতির পথে নিয়ে যেতে পারেন। এক্ষেত্রেও ইংলিশ বা ইংরেজি শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।

শেষ কথা

দ্রুত ইংরেজি শেখার সহজ উপায় হলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তবে এমন না যে আপনি ১৫ বা ৩০ দিনে ইংরেজি শিখে যাবেন। ইংরেজি শেখা খুব একটা সহজ না আবার খুব একটা কঠিন। আপনার শুধুমাত্র দরকার পড়বে অধ্যাবসায় ও জানার তৃষ্ণা। আপনার জানার ইচ্ছাটাকে আপনি যেদিন অগ্রসর করতে পারবেন সেদিন আপনি নতুন কিছু শিখতে পারবেন। 

আর বাংলায় একটা প্রবাদ আছে, "জানার শেষ নাই, মার খাওয়ার বয়স নাই।" অর্থাৎ সারা দুনিয়া পড়ে ফেললেও আপনার কোন না কোন কিছু অজানা থাকবেই। এই অজানাকে আবার যখন জানার চেষ্টা দিয়ে ঘিরে ধরবেন তখনই আপনি নতুন কিছু শিখতে পারবেন। আশা করি আজকের পোস্টটি আপনাদের জন্য খুব উপকারী হয়েছে। 

প্রিয় পাঠকরা, আপনারা যারা ইংরেজি শিখতে ইচ্ছুক বা ইংরেজিতে দুর্বল তাদের উদ্দেশ্যে বলি আপনারা একটা নিয়মের মধ্যে দিয়ে আগান। অল্প করে শিখুন কিন্তু মনোযোগ দিয়ে। সবাই কমেন্ট করে জানাবেন পোস্টটি কেমন হলো এবং চাইলে আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন। আল্লাহ হাফেজ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

স্ক্রোলিং ষ্টেশন ২৪-এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url