অনলাইনে লেখালেখি করে আয়

 অনলাইনে লেখালেখি করতে পারেন না এমন কেউ, কিন্তু লেখালেখি করে টাকা আয় করার ইচ্ছা আছে, তাদের জন্য আজকের এই আর্টিকেল খুবই উপকারী হবে বলে আমি মনে করি। 
অনলাইনে লেখালেখি করে কিভাবে আয় করতে হয়,তার সম্পূর্ণ বিষয়বস্তু আজকের এই আর্টিকেলে  তুলে ধরেছি। কিভাবে অনলাইনে লেখালেখি করে টাকা ইনকাম শুরু করব?এর পুরো বিষয়টা আমরা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত বিস্তারিত জানাবো তবে ধৈর্য ধরে আর্টিকেল ভালোভাবে পড়তে হবে।

নিচের যে অংশ থেকে পড়তে চানঃ

অনলাইনে লেখালেখি করে কিভাবে আয় করা যায়

অনলাইনে লেখালেখি করে আয় করা একদমই সহজ একটি ফ্রিল্যান্সিং সেক্টর। যেখানে বেসিক লেভেলের কিছু স্কিল অর্জন করলেই মাস শেষে ১৫ হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব।অনলাইনে লেখালেখি করা অনলাইন জগতের একটি জনপ্রিয় সেক্টর।এবং এখানে অন্যান্য সেক্টরের তুলনায় ফ্রিল্যান্সার সংখ্যা যথেষ্ট কম এর অর্থ এই সেক্টরে স্কিল অর্জন করে ইনকাম করার কম্পিটিশন টা অনেক কম।

অনলাইনে লেখালেখি করে বিভিন্ন ওয়েবসাইট ডিরেক্ট জব অফার করে। আবার ফেসবুক,মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ বা লিংকেডিনের মাধ্যমেও কাজ পাওয়া সম্ভব। সেসব ওয়েবসাইট নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তার আগে জানুন কিভাবে লেখালেখি করে আয় করতে  হয়? এবং এর পদ্ধতি গুলো কি কি?

আমাদের মধ্যে অনেকেই ডায়েরিতে গল্প,কবিতা অথবা দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া অনেক কাহিনী আমরা লিখি। এছাড়া অন্যভাবে দেখা গেলে পড়াশোনার জন্য যে নোটগুলো লিখি ক্লাসে নোট ডাউন করি, শেষ হবে কোন না কোন সময় আমাদের কাজে আসে।

সেই কাজে লাগার জায়গা থেকে চিন্তা করলে, আমরা যে লেখাগুলো খাতায় বা ডায়েরিত লিখছি, সেই একই লেখা যদি আমরা অনলাইন কোন প্লাটফর্মে লিখে টাকা পাই তাহলে কেমন হয়? তাই সেই লেখাগুলোই অনলাইনে পাবলিশ করে ফ্রিল্যান্সাররা মাস শেষে মোটা অংকের একটি অ্যামাউন্ট তাদের একাউন্টে নিচ্ছেন।

লেখালেখি করতে আপনার হাতে থাকা স্মার্টফোন অথবা ল্যাপটপ অথবা ডেস্কটপ। এই তিনটার কোন একটা থাকলেই আপনি হয়ে উঠতে পারেন একজন দক্ষ আর্টিকেল রাইটার।অনলাইনে লেখালেখির অনেক সেক্টর রয়েছে কবিতা, গল্প, নাটক,  স্ক্রিপ্ট, পত্রিকার খবর, সাইন্স হ্যাক, তথ্য প্রযুক্তি সম্পর্কে এবং অন্যান্য সকল বিষয়ের নিয়ে টিপস রিলেটেড লেখালেখি করে আপনি ইনকাম করতে পারেন। আপনি চাইলে বাংলা অথবা ইংরেজি লেখা লিখি করে অনলাইনে টাকা আয় করতে পারবেন।

কিভাবে অনলাইনে লেখালেখি শুরু করব

অনলাইনে লেখালেখি শুরু করা প্রথম ধাপ হলো  নোটে বেশি বেশি লিখে প্র্যাকটিস করো। এটা খাতা-কলম না, কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডোজ সেকশনের পাশে সার্চ বারে সার্চ করলেই চলে আসবে নোট। আর মোবাইলের ক্ষেত্রে নোট সার্চ করে যদি না আসে, তাহলে প্লে স্টোর থেকে নামিয়ে নিবেন।কিন্তু এখন প্রশ্ন হচ্ছে নোট ডাউন করব কি অথবা নোটে কি বা লিখব, লিখার তো কোন টপিক খুঁজে পাচ্ছি না।

তাই আগে নিজেকে প্রশ্ন করুন আপনার কোন জিনিসটা জানা দরকার।আপনার গল্প জানা দরকার, না কোন কবিতা জানা দরকার, না নিয়মিত খবর জানা দরকার অথবা রোগ হইছে সে রোগের লক্ষণ অনুযায়ী কি কি ওষুধ খাওয়ার দরকার। হ্যাঁ মানুষ ঠিক আপনার মতই এভাবে যখন খুঁজে তখন google-এর শরণাপন্ন হয়। গুগলে এসে সার্চ করে অমুক কবিতা, অমুক গল্প, অমুক খবর, অমুক তথ্য ,অমুক টিপস অমুক রোগের লক্ষণ,অমুক রোগের ওষুধ।

মানুষ দৈনন্দিন প্রয়োজনে এখন গুগলকে ব্যাপকভাবে ব্যবহার করে। প্রত্যেকটা জিনিসের জন্যই এখন মানুষ google এর ওপর নির্ভরশীল। তাই শুরুটা আপনাকে দিয়ে করুন। আপনার প্রতিদিন কত কিছু জানার দরকার পড়ে হয়তোবা টিকটকে, ইউটিউবে, ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে এ শর্ট  ভিডিও তে অনেক পণ্য দেখি অথবা অনেক অজানা কিছু দেখি যার জন্য ইউটিউবে সার্চ দেই। 

আপনি আপনাকে অনুকরণ করেই অনলাইনে লেখালেখি শুরু করুন। আপনার কি কি জানার ইচ্ছা আছে? সে জানার ইচ্ছাটা কি অন্যান্যরা গুগলে কিভাবে সার্চ করছে? বা সেটা গুগলে লেখা মাত্রই কি সাজেশনে কোনো সার্চ কিওয়ার্ড আসছে কিনা।যদি সার্চ কিওয়ার্ড আসে তো ধরে নেবেন সেটা নিয়ে অন্য মানুষের ও জানার আগ্রহ আছে । তাই আপনি সেই টপিকটা নিয়েই সর্বপ্রথম লিখা শুরু করবেন কিন্তু লিখবেন নোটে। আস্তে আস্তে সেটার অগ্রগতি হবে। 

ঘরে বসে অনলাইনে লেখালেখি করে আয়

অনলাইনে লেখালেখি করবেন সেটাও আবার ঘরে বসে। জি হ্যাঁ আপনার হাতে যদি একটি স্মার্টফোন,ল্যাপটপ অথবা কম্পিউটার থাকে, তাহলে অবশ্যই আপনি ঘরে বসে অনলাইনে লেখালেখি করতে পারবেন । তবে হ্যাঁ আপনার ধৈর্য এবং অক্লান্ত পরিশ্রম ব্যতীত আপনি ঘরে বসে টাকা আয় করতে পারবেন না।

প্রত্যেকটি কাজের পিছনে নিয়ম-নীতির অভাব নেই। নিয়ম-নীতি ব্যতীত আপনি কোথাও কোনো কাজ সফলভাবে করতে পারবেন না। তাই আপনার উচিত অবশ্যই আপনার জীবনকে একটি নিয়ম নীতির মাধ্যমে চালানো এবং প্রত্যেকটা কাজ যথারীতি নিয়ম ও সময় মেনে শুরু করা উচিত।

অনলাইনে কিছু ওয়েবসাইটে বাংলা গল্প লিখে আয়, অনলাইনে পত্রিকায় লেখালেখি, অনলাইনে কিছু ওয়েবসাইট কবিতা লেখালেখি করারও সুযোগ দেয়, অনলাইনে নাটকের স্ক্রিপ্ট লিখে বিক্রি করা।উপরোক্ত সবকিছুই আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে করতে পারবে। শুধু সঠিক পদ্ধতি, শান্ত মেজাজ এবং সুস্থ নিয়ম-নীতির দরকার।

অনলাইনে বাংলা গল্প লেখালেখি করে আয়

অনলাইনে বাংলা গল্প লেখালেখিতে এখন বেশ কম্পিটিশন শুরু হয়েছে। বিগত এক বছর আগেও যদি চিন্তা করতেন, তো দেখা যাবে অনলাইনে তুলনায় মানুষ বইয়ের গল্প-কবিতায় বেশি পড়তেন।কিন্তু এখন গল্পের ভান্ডার হয়ে উঠেছে অনলাইন জগত। যেখানে অফুরন্ত বই বিনামূল্যে পাওয়া যায় এবং যেকোনো জায়গায় ক্যারি করার সুবিধা হয়। কারণ বইগুলো তো এখন নিজের স্মার্টফোনে অথবা ল্যাপটপ। 

আপনি চাইলে অনলাইনে বাংলা গল্প লেখালেখি করে আয় শুরু করতে পারেন আপনি। যদি নিজে নিজে কোনো ধরনের গল্প বানাতে পারেন তাহলে সেটা লিখতে পারেন। অনেকে বলতে পারেন যে কপি-পেস্ট করে আমি যদি বাংলা গল্প লিখি, বা কপি-পেস্ট করে বাংলা গল্প লিখে আয় সেটা কি সম্ভব? 

• উত্তরে আগেই বলবো না। প্রথমত আপনার মাথা থেকে কপি-পেস্ট করার চিন্তা একেবারেই বের করে ফেলুন যদি আপনি একেবারে নতুন হন তবে আস্তে আস্তে আপনাকে সততার সাথে কাজ করতে হবে। অন্তত প্রথম পর্যায়ে আপনি কখনোই কপি পেস্ট করে আর্টিকেল লিখবেন না এটা মাথায় রাখুন।

অনলাইনে পত্রিকায় লেখালেখি করে আয়

অনলাইন পত্রিকায় লেখালেখি আর্টিকেল রাইটারদের খুব পছন্দনীয় একটি সেক্টর। যেখানে প্রতিদিন অসংখ্য টপিক পাওয়া যায়। ফলে এদের কষ্ট করে টপিক খুঁজতে হয় না। আমাদের দেশে অনলাইনে পত্রিকায় লেখালেখি করে আয় করার বেশ কয়েকটি ওয়েবসাইট চাকরির সার্কুলার ছাড়ে। যারা ইন্টারমিডিয়েট অথবা অ্যাডভান্স লেভেলের আর্টিকেল রাইটার বেশি হায়ার করেন।

তার মানে এই না যে যারা বেসিক লেভেলে বা শুরু করতে চাচ্ছেন তারা এক দেড় মাস পর পত্রিকায় লেখালেখির জন্য এপ্লাই করলে তাদেরকে রিজেক্ট করা হবে। এমনটা নয়, তাদের দেওয়া শর্ত অনুযায়ী যদি আপনি সকল দিকে দক্ষ হতে পারেন এবং আর্টিকেল রাইটিং এর ওপর ভালো মাপের চর্চা থাকে তো আপনিও অনলাইনে পত্রিকায় লেখালেখি করার সুযোগ পাবেন।

অনলাইনে কবিতা লেখালেখি করে আয়

অনলাইনে গল্প লেখালেখির মতো অনলাইনে কবিতা লেখালেখিও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এমন অনেকে আছেন যারা কথায় কথায় ছন্দ সাজাতে ভালোবাসেন, ডাইরিতে কবিতা লিখতে ইচ্ছুক। কবিতা ১৮ শতক থেকে এখন পর্যন্ত মনের ভাব প্রকাশের একটি অন্যতম মাধ্যম। তাদের জন্য কিছু সংখ্যক আয়ের ব্যবস্থা রয়েছে। 

বিভিন্ন পাবলিকেশন সহ পত্রিকাগুলো ছোট্ট বাচ্চাদের জন্য নতুন নতুন কবিতা লেখকদের খুঁজেন। যারা পড়াশোনা কে কবিতায় রূপান্তরিত করে বাচ্চাদের আনন্দের সহিত পড়ার সুযোগ করে দিতে পারবেন।তবে হ্যাঁ এটি সম্পূর্ণই পড়াশোনা সাথে সম্পর্কিত তাই পড়াশোনাকে প্রাধান্য দিয়েই আপনার এই কাজটি একটি আয়ের সুযোগ হতে পারে।

অনলাইনে নাটক লেখালেখি করে আয়

অনলাইনে নাটক লেখালেখি করার মত বড় সুযোগ। কেননা যাদের নাটক লেখার ক্ষমতা আছে বা যে কোনো বিষয়কে নাটকের রূপ দিতে পারেন। তাদের জন্য অনলাইনে নাটক লেখালেখি করে  টাকা আয় করার বিশাল সুযোগ রয়েছে। বড় বড় টেলিফিল্ম ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি, ইউটিউব বা ফেসবুকের কিছু কনটেন্ট ক্রিয়েটর যারা নাটক করার মাধ্যমে বিভিন্ন বিষয়বস্তু তুলে ধরেন, তারা কিন্তু সর্বদা কনটেন্ট অর্থাৎ নাটকের স্ক্রিপ্ট লেখালেখির জন্য টপিক খুঁজে পান না।  

নাটকের টপিক অনুযায়ী স্ক্রিপ্ট তৈরি করতে দরকার পড়বে একটি নাটক লেখক/লেখিকা, যাদেরকে তারা বেতনভুক্ত অথবা চুক্তিবদ্ধ করে নাটক লিখে নিবে। অনেক বড় বড় প্রোজেক্টে কাজ করে লক্ষাধিক টাকা আয় করার  সুযোগ রয়েছে। যদি আপনার নাটক লেখার দক্ষতা থেকে থাকে তাহলে অনলাইনে নাটক লেখালেখি করে টাকা আয় করতে পারেন।

অনলাইনে ইংরেজিতে লেখালেখি করে আয়

অনলাইনে ইংরেজিতে লেখালেখি করে আয় যেটা বিশ্বব্যাপী সকল মানুষ আপনার পাঠক হতে পারবে। হ্যাঁ বন্ধুরা, এতক্ষণ আমরা বাংলায় অনলাইনে লেখালেখি করে আয় করার বিষয়ে অনেক ধারণা অর্জন করে নিয়েছি। চতাই হয়তো বা অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে, অনলাইনে ইংরেজিতে লেখালেখি করে আয় করা যাবে কিনা?

তাই আপনাদের এমন প্রশ্নের উত্তরে আমি বলতে চাই যে, অবশ্যই অনলাইনে ইংরেজিতে লেখালেখি করে আয় করা যাবে। আপনি যদি ইংরেজিতে লেখালেখি করে আয় করতে চান তাহলে, প্রথমত আপনার ইংরেজি লেখার দক্ষতা অর্জন করতে হবে। ইংরেজিতে লেখালেখি করে আয় বাংলার তুলনাই বেশ লাভজনক।

ইংরেজিতে লেখালেখি করে আয় করতে চাইলে আপনার জন্য রয়েছে বিশাল সুযোগ। যদি একবার এতে দক্ষতা অর্জন করতে পারেন, তাহলে আপনি অফুরন্ত সুযোগ পেতে পারেন। কারণ সারা বিশ্বের কাছে ইংরেজি জানা।তাই ইংরেজি পোস্টের চাহিদাও বেশি। অনলাইনে লেখালেখি করে আয় করতে ইংরেজিতে লেখালেখি করে আয় করা সম্ভব।

অনলাইনে ফেসবুকে গল্প লেখালেখি করে আয়

অনলাইনে ফেসবুকে গল্প লেখালেখি করে আয় এখন ট্রেন্ডিং-এ চলছে। অর্থাৎ ফেসবুকে গল্প লেখালেখি করে আয় এখন ভাইরাল একটি খবর। সকলে কপি-পেস্ট করে বিভিন্ন সোর্সের গল্প ফেসবুকে পোস্ট করছেন। কিন্তু আপনারা কোন কপি পেস্ট করবেন না। কপি-পেস্ট করলে কপিরাইট-এর আশঙ্কা থাকে,আর একবার কপিরাইট দিলে ৯০ দিনের জন্য আপনি ব্যান হয়ে যাবেন। 

গল্প লেখালেখির জন্য বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট (AI) আছে। যাদের সাহায্যে খুব সুন্দর সুন্দর ছোটদের গল্প লিখে নেওয়া যায়। তবে এটা অ্যাডভান্স লেভেলের আর্টিকেল রাইটিং পদ্ধতি।ফেসবুকে গল্প লেখালেখি করার ক্ষেত্রেও কোন কপি-পেস্ট করবেন না । এতে নিজের সৎ থাকবেন এবং কপিরাইট ক্লাইম থেকে বেঁচে যাবেন। 

 যারা ফেসবুকে প্রতিনিয়ত গল্প পোস্ট করছেন তারা কপি পেস্টের মাধ্যমে টাকা  ইনকাম করছেন। তাদের গল্পগুলো অনেক পাঠকদের পড়তে দিচ্ছেন এবং কিছু অংশ তারা পাসওয়ার্ড দ্বারা সংরক্ষিত ফোল্ডারে রেখে দিচ্ছেন। যেন পাঠকরা সেই গল্পটি পড়ার জন্য উৎসুক হয়ে গল্পের বাকি অংশ কিনে পড়েন। 

এছাড়াও অনলাইনে ফেসবুকে গল্প লিখে যারা ভালো ফলোয়ার অর্জন করতে পেরেছে, তাদের বড় বড় কোম্পানিগুলো এড ম্যানেজমেন্ট এর জন্য এ সকল রাইটারদের সাথে চুক্তিবদ্ধ হন , যেন কোম্পানি গুলো তাদের অ্যাডভার্টাইজ গুলো প্রচার করতে পারেন। এ থেকেও রাইটাররা ভালো মানের টাকা ইনকাম করেন।

অনলাইনে বাংলা লেখালেখি করে আয় করার বিশ্বস্ত ওয়েবসাইট

অনলাইনে বাংলা লেখালেখি করে আয় করার অনেক ওয়েবসাইট রয়েছে। তবে আপনাকে প্রথমত শিখতে হবে, এই শেখার জন্য অনলাইন অনেক ধরনের বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনাদেরকে  কিভাবে অনলাইনে সঠিকভাবে লেখালেখি করতে হয় ? তারপরামত দিবেন। অনলাইনে বাংলা অথবা ইংরেজিতে লেখালেখি করে টাকা ইনকাম করতে পারবেন এমন অনেক ধরনের বাংলাদেশি প্রতিষ্ঠান রয়েছেন। 

যারা আপনাকে শিখানো থেকে টাকা ইনকাম পর্যন্ত সবকিছুর সঠিক  পরামর্শ দিবেন।এর মধ্যে অনেক ধরনের প্রতারিত ওয়েবসাইটও রয়েছে। যেখানে আপনাদের লেখালেখি করে টাকা ইনকাম করার সুযোগ দিবে কিন্তু বিশ্বস্ততার সাথে আপনাকে পেমেন্ট নাও করতে পারে। প্রত্যেকটা ওয়েবসাইটে পেমেন্টের বিষয়টা যাচাই-বাছাই করেই সে ওয়েবসাইটে লেখালেখি করবেন। 

আবার বিভিন্ন ওয়েবসাইট আছে যেগুলা শুধু পোস্ট করলেই আপনাকে পেমেন্ট করবেন। পোষ্টের সাথে অল্প কিছু লাইন লিখে দিলেই আপনার কাজ শেষ। তাই আপনাদের জন্য পোস্ট করে আয় করার কয়েকটি ওয়েবসাইট শেয়ার করব।এবং আপনাদের সুবিধার্থে বিশ্বস্ততার  সাথে বিকাশ অথবা নগদে পেমেন্ট করেন এমন কয়েকটি বাংলা লেখালেখি করারও ওয়েবসাইট এর নাম দিয়ে রাখলাম।  

১.জে আইটি আর্নিং প্রোগ্রামঃ অনলাইনে লেখালেখি করে ইনকাম করতে চাইলে জে আইটি আর্নিং প্রোগ্রাম-এর নাম না বললেই নয়। বিশ্বস্ত হিসেবে এ ওয়েবসাইটের কোন তুলনা নেই। আমি নিজেও এই ওয়েবসাইটের মাধ্যমে বেশ ভালই ইনকাম করেছি।  এমনকি এ ওয়েবসাইট এখন পর্যন্ত বিশ্বস্ততার সাথে বাংলা ভাষায় লেখালেখি করে টাকা ইনকামের সুযোগ দিয়ে যাচ্ছে।

২.অরডিনারি আইটিঃ অনলাইনে লেখালেখি করার বিশ্বস্ত আরেকটি ওয়েবসাইট হলো অর্ডিনারি আইটি। বিশ্বস্ততার দিক দিয়ে অর্ডিনারি আইটি সর্বোচ্চপর্যায়ে থাকবে। এই ওয়েবসাইটের মাধ্যমেও বাংলা ভাষায় লেখালেখি করে আপনি ইনকাম করতে পারবেন। চাকরির অফারের পাশাপাশি বিভিন্ন বিষয়ের উপর কোর্সও করিয়ে থাকেন।

তবে এই ওয়েবসাইটের নিয়ম-নীতি অন্যান্য ওয়েবসাইটের চেয়ে একটু ভিন্ন। এখানে এডমিনের সাথে সরাসরি কোর্স করে আপনাকে কিছু টাকা এড ফি দিতে হবে। তারপর আপনি উপযোগী হলে প্রথম মাসের সাথে আপনার অতিরিক্ত অ্যাড ফির টাকা দিয়ে দেওয়া হবে এবং প্রতিমাসে আপনার কাজের দক্ষতা অনুযায়ী বিকাশ অথবা নগদে পেমেন্ট করা হবে।

৩.গ্রাথোরঃ অনলাইনে বাংলা ভাষায় লেখালেখি করার উন্মুক্ত একটি প্ল্যাটফর্ম হচ্ছে গ্রাথোর। এই ওয়েবসাইটের মাধ্যমে যে কেউই চাইলে রেজিস্ট্রেশন করে বাংলা ভাষায় লেখালেখির মাধ্যমে আয় করতে পারেন। তবে ওয়েব সাইটে নিয়ম-নীতি না মেনে কাজ করলে কখনোই আপনাকে তারা পেমেন্ট করবে না।

৪.ট্রিক বিডিঃ অনলাইনে বিশ্বস্ত ওয়েবসাইটে আপনি লেখালেখির না করলে অথবা লেখালেখি করে ইনকাম বা আয় করতে সক্ষম না হলে আপনি এই ওয়েবসাইটটি একবার ট্রাই করে দেখতে পারেন। দীর্ঘ ১০ বছর ধরে সম্পূর্ণ বিশ্বস্ততার সাথে এগিয়ে আসছে এই ওয়েবসাইট। আপনারা চাইলে এই ওয়েবসাইটের রেজিস্ট্রেশন করে সেখানে বাংলা লেখালেখি মাধ্যমে টাকা ইনকাম করতে পারেন। 

এই ওয়েবসাইট আপনাকে ইংরেজিতে লেখালেখি করারও একটা সুযোগ রয়েছে। যারা ইংরেজিতে বেশ পারদর্শী অথবা দক্ষ তারা এই ওয়েবসাইটে কাজ করতে পারেন। বাংলায় আর্টিকেল লেখালেখির তুলনায় ইংরেজিতে লেখালেখির বেতন বেশি এবং তুলনামুলক পরিশ্রম টাও বেশ কম।

৫.টেক টিউন্সঃ অনলাইনে লেখালেখি করতে এটি একটি উন্মুক্ত এবং খুবই বড় প্ল্যাটফর্ম। এই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই অনলাইনে লেখালেখি করে টাকা আয় করা যায়। এই ওয়েবসাইটে প্রথমত আপনাকে নিজের একাউন্টে গিয়ে আর্টিকেল পাবলিশ করার কথা বলবে। আপনি আপনার মন মত যে কোন ধরনের আর্টিকেল যেকোনো সময় পাবলিশ করতে পারবেন।

ওয়েবসাইটের নিয়ম অনুযায়ী আপনাকে আবার লেখালেখি করে টাকা ইনকাম করার জন্য আবেদন করতে হবে। কপি-পেস্ট করে আপনি যদি কোনো ওয়েবসাইটে লিখে পাবলিশ করতে চান বা পাবলিশ করেন তার বিনিময়ে আপনি কখনোই লেখালেখির মাধ্যমে আয় করার স্বপ্ন দেখতে পারেন না। তবে নিয়ম-নীতি না মানলে এই ওয়েবসাইট পেমেন্ট করবে না।

বিশেষ দ্রষ্টব্যঃ আমরা কয়েকটি ওয়েবসাইট নিয়ে আলোচনা করেছি, তার প্রত্যেকটিতেই আপনি একজন আর্টিকেল রাইটার হিসেবে জব করতে পারেন এবং সেটা ঘরে বসেই সম্ভব। এই প্রত্যেকটি ওয়েবসাইটের কিছু নিয়ম-নীতি রয়েছে। যদি সকল নিয়ম-নীতি মেনে কাজ করতে পারেন তাহলে আপনার ইনকাম করার সম্ভাবনা রয়েছে। অন্যথায় আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে। তাই কাজ করার পূর্বে অবশ্যই নিয়ম নীতিগুলো ভালোভাবে পড়বেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

স্ক্রোলিং ষ্টেশন ২৪-এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url